রোনালদোকে সারাজীবন বিয়ার খাওয়ানোর প্রস্তাব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২১ জুন ২০১৭ , ০৯:৪৭ পিএম


রোনালদোকে সারাজীবন বিয়ার খাওয়ানোর প্রস্তাব

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো! এমন গুঞ্জনে উত্তাল গোটা ইউরোপ ফুটবল। সুযোগটাকে বেশ ভালোভাবেই কাজে লাগালো এক জার্মান ক্লাব। নিজ দলে যোগ দিতে সিআরসেভেনকে লোভনীয় প্রস্তাব দিয়েছে ক্লাবটি। আর এ প্রস্তাবের কথা শুনে যে কারো চোখ কপালে উঠতে পারে! সম্মানী হিসেবে তাকে যে সারাজীবন বিয়ার পান করানোর অফার দিয়েছে সেটি।

বিজ্ঞাপন

টুইটারে সবসময়-ই সরব জার্মান জায়ান্ট ক্লাবগুলো। পিছিয়ে নেই দেশটির তৃতীয় শ্রেণির ক্লাবগুলোও। নানা সময়ে বিভিন্ন ইস্যুতে রসাত্মকসহ সিরিয়াস মন্তব্য করে বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাব। এবার তাতে সামিল হলো তৃতীয় শ্রেণির ক্লাব ফরচুনা কোয়েইন।   

স্পেনের কর আইন নিয়ে ভীষণ ত্যক্তবিরক্ত রোনালদো! এ কারণে নাকি রিয়াল মাদ্রিদই ছেড়ে দিচ্ছেন তিনি। এমন গুঞ্জনের পর তাকে পাওয়ার আগ্রহ দেখিয়েছে বিশ্বের দামি ফুটবল ক্লাবগুলো। সুযোগটি লুফে নিয়েছে ফরচুনা কোয়েইনও।

বিজ্ঞাপন

টুইটারে ক্লাবটি লিখেছে, হে ক্রিশ্চিয়ানো; আমরা এখনো একজন স্ট্রাইকার খুঁজছি। আমাদের টাকা নেই, তবে আমরা তোমাকে সারাজীবন ফ্রি বিয়ার খাওয়াতে পারবো।

তবে জার্মান ক্লাবটির এটি নিছকই রসিকতা। 

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission